Thursday, August 6, 2015

How to use windows defender in your operation system

আপনাদের স্বাগতম

আপনারা অনেকেই হয়তো ইতোমধ্যে নতুন এডিশন windows 10 সম্পর্কে জেনেছেন । কেও হয়তো ব্যবহার করাও শুরু করে দিয়েছেন.......

আজকে আমি আপনাদের একটি বিশেষ জিনিস সম্পর্কে ধারনা দিব। অাপনারা অনেকেই হয়তো Windows 8, 8.1 এবং windows 10 ব্যবহার করার সময় এন্টিভারাস সফটওয়ার নিয়ে সমস্যায় পরেন। দেখা গেছে আপনি নতুন  Windows ‍দিয়েছেন কিন্তু এন্টিভাইরাস সফটওয়ার সেটআপ দেওয়ার পর হটাৎ পিসি স্লো হয়ে গেছে। আসলে আমি সব ধরনের ভালো ভালো ব্রান্ড এর এন্টিভাইরাস সফটওয়ার গুলো ব্যবহার করেছি এগুলো সিসটেম চালু করার চেয়ে স্লো বেশি করে। তাই আমি আপনাদের সাজেসন দিচ্চি আপনারা যখন Windows 8, 8.1 বা windows 10 ব্যবহার করবেন তখন অন্য কোন এন্টিভাইরাস সফটওয়ার ইনস্টল দিবেন না।

কম্পিউটারের Start মেনুতে ‍গিয়ে Windows Defender সার্চ ‍দিন দেখবেন একটি এন্টিভাইরাস সফটওয়ার ওপেন হবে। এই সফটওয়ারটির সেটিংস এ গিয়ে Update করে নিন। বেস এইবার কাজ শেষ। এখন আপনার পিসির স্পিড কমবে না। যেমনটা ছিল বরং তারচেয়ে দ্রুত হবে।

ধন্যবাদ