To connect your Website Please watch my video tutorial.
Thank You
Monday, July 27, 2015
অাপনারা অনেকেই হয়তো অনলাইনে আয় করা নিয়ে অনেক কিছুই শুনেছেন। এই অনলাইণে আয় করার মতো পৃথিবীর সবচেয়ে বড় একটি সাইট হচ্ছে অাপওয়ার্ক(upwork.com) আপনাদের সুবিধার্থে আমার করা একটি ভিডিও টিউটোরিয়াল দিলাম। আশাকরি ভাল লাগবে
ধন্যবাদ।
আজ আমি আপনাদের মাঝে একটা ছোট্ট ট্রিকস নিয়ে আসলাম। আমরা অনেক সময় কম্পিউটারকে অনেক বড় কোন কাজ দেই যা করতে কম্পিউটারের অনেক সময় লাগে, এজন্য আমরা কাজটা দিয়ে কম্পিউটার অন রেখে বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা অনেক দেরিতে বাসায় ফিরি এবং ততক্ষণ কম্পিউটার অন থাকে, এতে কম্পিউটার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা ইচ্ছা করলে একটা নিদ্রিষ্ট সময় পরে কম্পিউটার নিজে থেকেই বন্ধ হয়ে যাবে এমন কমান্ড দিয়ে রাখতে পারি। এজন্য আমাদের কোন আলাদা সফটওয়্যার এর দরকার পরবে না। আমরা কম্পিউটারের run থেকেই এই কাজটা করে নিতে পারি। তো চলুন দেখাযাক কিভাবে এটা করা যায়।
প্রথমে windows key+R প্রেস করে কম্পিটারের run কমান্ড ওপেন করুন।
এবার run এ "shutdown /s /t 20" ("" কেটে দিন)এই কমান্ড ব্যবহার করুন। লক্ষ্য করুন t এর পরে ২০ দেওয়া আছে, তার মানে যদি ওইখানে ২০ রেখে ওকে প্রেস করি তাহলে কম্পিউটার ২০ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। এখানে আপনাকে অ7440বশই টাইমিংটা সেকেন্ডে করতে হবে। মনে করেন আমি যদি চাই আমার কম্পিউটার ২ ঘন্টা ৩০ মিনিট পরে বন্ধ হবে তাহলে এই দুই ঘন্টা ৩০ মিনিটকে সেকেন্ড এ কনভার্ট করতে হবে। যেহেতু ৬০ মিনিটে এক ঘন্টা এবং ৬০ সেকেন্ডে এক মিনিট অর্থাৎ ২ ঘন্টা ৩০ মিনিটকে সেকেন্ড করলে হবে ২x60x60+30x60=7440+1800=9240
তাহলে কোডিংটা হবে "shutdown /s /t 9240"
ধন্যবাদ! কোন ভুল হলে ক্ষমা করবেন !
অনেক সময় বিদুৎ প্রবাহ power supply unit হতে ব্লক হয়ে যায় তখন কম্পিউটার চালু হয় না তখন আপনারা ঠিক করতে নিয়ে যান সার্ভিস সেন্টারে। হার্ডওয়্যার সম্পর্কে কিছু ধারনা থাকলে আমরা নিজেরা ঠিক করে নিতে পারি। তাই আপনাদের জন্য এই পোস্ট । আপনার সময় বেচে যাবে টাকা ও বেচে যাবে।
আপনার কম্পিউটারের সাথে লাগানো (পাওয়ার কট) সেটি খুলে নিন তারপর মনিটরে লাগিয়ে দিন। দেখুন মনিটরের লাইট টি জলছে কিনা যদি না জলে তবে পাওয়ার কট টি নস্ট নতুন কিনে লাগিয়ে দিন। আর ভালো থাকলে তো লাইট জলবে। এরপর ও যদি চালু না হয় তা হলে পাওয়ার সাপলাই চেক করুন।
এরপর power supply unit চেক করুন
কেসিং এর ভিতরে থাকা পাওয়ার সাপলাই মাদারবোর্ড থেকে আলাদা করুন ।
সিলেক্ট করা যায়গায় চাপ দিয়ে টানদিন খুলে যাবে। ভয় পাবেন না কারন এটা ভয় পাবার মতো কোন কাজ নয়। এর পর পাওয়ার সাপলাই চেক করুন। কি ভাবে করবেন নিচের চিএ খেয়াল করুন। কালো আর সবুজ তার দুটি সুইচিং করেদিন ২’’ পরিমান তার নিন দুই মাথায় অবস্যই কাভার ছারিয়ে নিন। যাতে ভিতরের অংশ দেখা যায়। এরপর কালো আর সবুজ তারের সাথে চিত্রের ন্যায় লাগিয়ে দিন। এর পর দেখবেন পাওয়ার সাপলাইটি চালু হবে যদি ভাল থাকে।আর খারাব থাকলে তো চলবে না। খারাপ হলে নতুন একটি লাগিয়ে নিন। এর পর না হলে র্যাম খুলে পরিস্কার করুন যে ভাবে চিত্রে দেখানো হয়েছে।
র্যামে জদি কার্বন ধরে তবে ডিসপ্লে আসবেনা । মাদারবের্ডে লাগানো থাকা র্যাম খুলুন সাবধারে খুলবেন র্যাম এর দুইমাথায় লক আছে সেখালে হালকা করে চাপ দিন খুলে যাবে। এরপর পেন্সিল এর লেখা মুছার রাবার দিয়ে র্যামের দাত গুলো হালকা ভাবে ঘসে দিন । এর পর আবার লাগিয়ে দিন। খেয়াল করে লাগাবেন। আপনি যদি ঠিকমত না লাগাতে পারেন তবে পুবে যেতে পারে। এরপর দেখুন কাজ হয় কিনা। কাজ না হলে পরের চিত্রটি দেখুন।
প্রতিটি মাদারবের্ডের সাথে একটি ব্যাটারি দেখতে পাবেন এবং ব্যাটারির আসেপাশে একটি ক্যাপ দেখবেন যার নাম ( জামপার ) টানদিয়ে খুলে ফেলুন এরপর ঔখানে মোট তিনটি পিন আছে যে পিনটি খালি ছিল সেই পিন আর মাঝখানের পিনে জামপার টি লাগিয়ে দিন এরপর খুলেফেলুন। এখন আবার আগের মত লাগিয়ে দিন। ব্যাস এবার কাজ সেশ। এরপর চালু করেদেখুন।
আরো চিত্র দেয়া হল আপনাদের সুবিধার জন্য।
আপনি যদি সব ঠিকঠাক মত করতে পারেন তবে কাজ হয়ে জাবে। এরপর ও যদি চালু না হয় তবে আপনাকে বুঝতে হবে হার্ডওয়্যার এর কোন অংশ নস্ট হয়েগেছে। তখন আপনার আরকিছু করার নেই তখন সার্ভিস করাতে হবে।
এরকম যদি হয় আপনার পিসির অবস্তা তাহলে এটি নস্ট হতে বেশি সময় লাগবেনা। এই ধুলো পিসির বড় সত্রু সবসময় পরিস্কার রাখুন।