Monday, August 24, 2015

How to apply Bangladeshi public university using teletalk sim

এখন বাংলাদেশের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয় আমাদের একমাত্র দেশীয় মোবাইল অপারেটর টেলিটক এর প্রিপেইড সিম থেকে। কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া। তো চলুন আজ জেনে নেওয়া যাক কোন বিশ্ববিদ্যালয়ের আবেদন এর পদ্ধতি কেমন?
এসএমএস পদ্ধতি: প্রথম ধাপ- এই ধাপে একটা টেলিটক সিম যুক্ত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে-
.
বিশ্ববিদ্যালয়ের নামের কোড স্পেস দিয়ে এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে এইচএসসি রোল নম্বর স্পেস দিয়ে এইচএসসি পাশের সন স্পেস দিয়ে এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে এসএসসি রোল নম্বর স্পেস দিয়ে এসএসসি পাশের সন স্পেস দিয়েবিশ্ববিদ্যালয়ে যে ইউনিটের ফরম তুলবেন তার কীওয়ার্ড
এরপর পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
.
ধরুণ আপনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করবেন, ঢাকা বোর্ড থেকে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় আপনার রোল ১২৩৪৫৬ এবং ২০১২ সালের এসএসসি পরীক্ষায় আপনার রোল ছিল ৭৮৯০১২ তাহলে আপনাকে এসএমএস এ লিখতে হবে
JU<স্পেস>DHA<স্পেস>123456<স্পেস>2014<স্পেস>DHA<স্পেস>789012<স্পেস>2012<স্পেস>C
(শেষের C হল আপনি C ইউনিটের ফরম তুলতে চাচ্ছেন)।
.
কোটার ক্ষেত্রে এই এসএমএস এর শেষে স্পেস দিয়ে কোটার কীওয়ার্ড দিতে হবে।
.
যেমন মুক্তিযোদ্ধা কোটা যদি FFQ উল্লেখ থাকে তাহলে লিখতে হবে:
JU<স্পেস>DHA<স্পেস>123456<স্পেস>2014<স্পেস>DHA<স্পেস>789012<স্পেস>2012<স্পেস>C<স্পেস>FFQ
দ্বিতীয় ধাপঃ এসএমএস পাঠানোর পর সকল তথ্য সঠিক হলে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি এবং একটি পিন কোড জানানো হবে।
.
আবেদন করতে সম্মতি জানানোর জন্যে আপনাকে আবার লিখতে হবে-
বিশ্ববিদ্যালয়ের নামের কোড<স্পেস>YES<স্পেস>প্রাপ্য পিন কোড<স্পেস>যে মোবাইল নম্বরে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে তার নম্বর
এক্ষেত্রে আপনার যে নম্বরটি সবসময় ব্যবহার করেন সেই নম্বরটিই দিবেন। এসএমএসের জন্যে ব্যবহৃত নম্বর না দিলেও চলবে।
.
আপনার মোবাইলে পর্যাপ্ত টাকা থাকলে টাকা কেটে নিয়ে সঙ্গে সঙ্গেই আপনাকে একটি রোল নম্বর প্রদান করা হবে। আপনার কাজ শেষ। এখন শুধু বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুসারে ভর্তি পরীক্ষার সময় আপনাকে সঙ্গে করে পাসপোর্ট সাইজের ছবি এবং কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে।
.
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোড: এসএমএস এর মাধ্যমে যেসকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাচ্ছে সেগুলোর কোড নিচে দেওয়া হলোঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU),
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (JNU),
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (JU),
রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU),
খুলনা বিশ্ববিদ্যালয় (KU),
ইসলামী বিশ্ববিদ্যালয় (IU),
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (COU),
জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (KNU),
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (BRUR),
বরিশাল বিশ্ববিদ্যালয় (BU),
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট (SUST),
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST),
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU),
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল (MBSTU),
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর (HSTU),
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
(NSTU),
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST),
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET),
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET),
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (BSMRSTU),
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU),
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU),
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (SYLAU),
চট্টগ্রাম ভেটেরিনারি এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU),
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (BSMRAU)
.
বোর্ডের নামের কোড: বিভিন্ন বোর্ডের নামের প্রথম ৩ অক্ষরই হবে ঐ বোর্ড এর নামের কোড। নিচে সকল বোর্ড এর নামের কোড তুলে দেওয়া হলোঃ
ঢাকা বোর্ড (DHA), চট্টগ্রাম বোর্ড (CHI),
রাজশাহী বোর্ড (RAJ),
কুমিল্লা বোর্ড (COM), দিনাজপুর বোর্ড (DIN),
যশোর বোর্ড (JES), সিলেট বোর্ড (SYL),
বরিশাল বোর্ড (BOR),
মাদ্রাসা বোর্ড (MAD),
ও এবং এ লেভেলের জন্যে (GCE) এবং
অন্যান্যদের জন্যে (OTH)

Thursday, August 20, 2015

How to off your bluetooth visible

আমরা অনেকেই আছি যারা নোকিয়া জাভা ইউজ করি। এই টিপস তাদের জন্য।
আমরা অনেকেই আছি যারা আমাদের প্রিয় পিকচার, গান, ভিডিও দিতে চাইনা। কিন্তু কি আর করার। ব্লুটুথ করে তা তো নিয়ে নেওয়া যায়।
না আর তা হবেনা। নোকিয়া ইউজাররা এর জন্য যা করবেনঃ
১.ব্লুটুথ চালু করুন
২.তারপর ডায়াল করুন *#9990#
ব্যস কাজ শেষ। এখন আর কেউ ব্লুটুথ দিয়ে কোনো কিছু
নিতে পারবেনা।
[N.B: ফোন বন্ধ করে চালু করুন। তাছাড়া ব্লুটুথ অফ
হবেনা]

Monday, August 17, 2015

Robi Mega sim offer.

আপনাদের
সবাইকে স্বাগতম। কেমন আছেন
সবাই? আশা করি ভালো। যাই হোক আমি আজ
আপনাদের সাথে আলোচনা করব রবি নতুন
সিমের একটি অফার নিয়ে। তাহলে শুরু করি।
রবি তাদের নতুন গ্রাহকদের জন্য চালু করেছে
এক দূর্দান্ত অফার। আপনি একটি নতুন রবি সিম
কিনে পেতে পারেন ৩০০মিনিট ৩জিবি এবং
১০জিবি ইন্টারনেট একদম ফ্রি শুধু মাত্র
৯টাকা,২৯টাকা এবং ৭৯টাকা রিচার্জ
করেই।
৯টাকা রিচার্জ অফারঃ
• রবি থেকে রবিঃ ০.৫ পয়সা/সেকেন্ড
(১০দিনের জন্য)
• রবি থেকে অন্যান্ন ঃ ১ পয়সা/সেকেন্ড
(১০দিনের জন্য)
• ফ্রি ৯ মিনিট ভিডিও কল
• রবি থেকে রবি
• ২৪ঘন্টা ব্যবহার করা যাবে
• মেয়াদ ১০দিন
• ফ্রি ৩০০মিনিট টকটাইম
• রবি থেকে রবি ব্যবহার করা যাবে
• পাবেন ৭৫মিনিট মাস
• ৩০০মিনিট পাবেন ১মাসের মধ্যে
• মেয়াদ ১০দিন
• টকটাইম ব্যবহার করা যাবে রাত ১২টা
থেকে বিকাল ৫টা পর্যন্ত
• অবশিষ্ট টকটাইম চেক করতে ডায়েল করুন
*222*2#
• ৩০দিনের ফ্রি গুন গুন
• ৩০দিন পরে অটো রি-নিউ হবে
• অটো রি-নিউ বন্ধ করতে ডায়েল করুন
*8466#
২৯টাকা রিচার্জ অফারঃ
• রবি থেকে রবিঃ ০.৫ পয়সা/সেকেন্ড
(৩০দিনের জন্য)
• রবি থেকে অন্যান্নঃ ১ পয়সা/সেকেন্ড
(৩০দিনের জন্য)
• ৩জিবি ইন্টারনেট ডাটা একদম ফ্রি
• প্রতি মাসে পাবেন ৭৬৮মেগাবাইট
• ৩জিবি ইন্টারনেট ডাটা পাবেন ৪মাসের
মধ্যে
• ৭৬৮মেগাবাইট মেয়াদ ৭দিন
• ব্যবহার করতে পারবেন রাত ১২টা থেকে
বিকাল ৫টা পর্যন্ত
• একটি ইন্টারনেট প্যাকেজ কিনলে একটি
ইন্টারনেট প্যাকেজ ফ্রি
• এটা শুধুমাত্র ১.৫জিবি এবং ২.৫জিবি
প্যাকের জন্য
• ৩০দিনের ফ্রি গুন গুন
• ৩০দিন পরে অটো রি-নিউ হবে
• অটো রি-নিউ বন্ধ করতে ডায়েল করুন
*8466#
৭৯টাকা রিচার্জ অফার
• ১পয়সা/সেকেন্ড যেকুন নাম্বারে
• মেয়াদ ৩০দিন
• ফ্রি ১০জিবি ইন্টারনেট
• প্রতি মাসে পাবেন ২৫৬০ মেগাবাইট
• ১০জিবি ইন্টারনেট পাবেন ৪মাসে
• ২৫৬০মেগাবাইট মেয়াদ ১০দিন
• ব্যবহার করতে পারবেন রাত ১২টা থেকে
বিকাল ৫টা পর্যন্ত
• ১টি প্যাক কিনলে সাথে ১টি প্যাক ফ্রি
• শুধুমাত্র ১.৫জিবি এবং ২.৫জিবি প্যাকের
জন্য
• ৩০ দিনের ফ্রি গুণ গুণ
• ৩০ দিন পরে অটো-রিনিউ হবে
• অটো রি-নিউ বন্ধ করতে ডায়েল করুন
*8466#
এক্টিভেশন বোনাসঃ
• আপনার মেইন একাউন্টে ১০টাকা যোগ হবে
• ব্যালেনস চেক করতে ডায়েল করুন *২২২#
• ১০পয়সা ১০সেকেন্ড যেকুনো নাম্বারে
• ১০সেকেন্ড পালস প্রযোয্য
• ফ্রি ৫০মিনিট যেকুনো নাম্বারে
• বোনাস এস এম এস রাত ১২টা থেকে বিকাল
৫টা পর্যন্ত
• এস এম এস চেক করুন *২২২*১২#
• মেয়াদ ৩০দিন

How to Invite your facebook friend just one click

আবার হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা টিউন নিয়ে।
কালকে থেকে এই টিউন টা করতে চাচ্ছিলাম মাগার টেকটিউনস এর সমস্যার কারনে করতে পারি নাই।
যাই হোক মূল কথায় আসা যাক।আপনারা যারা ফেজবুক পেইজ এ লাইক বাড়াতে চান তাদের অনেক কষ্ট করতে হয় ফ্রেন্ড দের ইনভাইট করতে।কারন ফেজবুক তাদের সিস্টেম আপগ্রেড করতেই থাকে।আর এর কারনে পেইজে ইনভাইট করার স্ক্রিপ্ট কাজ করে নাহ।
আপনাদের দুঃখের, কষ্টের দিন শেষ কারন আজকে নিয়ে এলাম ২০১৫ এর ইনভাইট সিস্টেম এর জন্য একটা এক্সট্রেনশন।
এই এক্সট্রেনশন এর কাজ কি ? 
এই এক্সট্রেনশন এ ক্লিক করেই আপনি আপনার ফেজবুক ফ্রেন্ডদের একসাথে ইনভাইট করতে পারবেন।
যা যা লাগবেঃ 
১.গুগল ক্রম ব্রাউসার।
২.ফেইজবুক ফ্যান পেইজ।
৩.গুগল ক্রম এক্সট্রেনশন।
৪.এক গ্লাস ঠাণ্ডা পানি (গরম চা হলেও খারাপ হবে নাহ।)
১.গুগল ক্রম ব্রাউসার ওপেন করুন।
২.ফেইজবুক এর ফ্যান পেইজে লগইন করুন।
৩.নিচের লিঙ্ক থেকে এক্সট্রেনশন টা ডাউনলোড করুন।

Monday, August 10, 2015

How to use computer keyboard F(function) key ?

আজকের পোষ্টটি খুবই সিম্পল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অবশ্য অনেকেই হয়তো জানেন। জেনে থাকলে পুরোনো জিনিস শেয়ার করার জন্য ক্ষমা করবেন। তাহলে শুরু করা যাক



আমরা জানি, F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে ফাংশন কি বলা হয় । এখন আসুন জেনে নেয় এই কী গুলোর কাজ কি।
F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে।
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।
F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।
F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।
F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।
F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।
F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।
F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।
F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায় ।
F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয়। এবং Ctrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।
আশা করি এই তথ্য গুলো আপনাদের অনেক কাজে আসবে।

 

Friday, August 7, 2015

How to find out HSC result first.

আমাদের কাঙ্খিত সাইট থেকে আপনি সবার আগে রেজাল্ট জানতে পারবেন। এবং মার্কশিট কালেক্ট করতে পারবেন।


Click Hare

OR See the Video Tutorial

Thursday, August 6, 2015

How to use windows defender in your operation system

আপনাদের স্বাগতম

আপনারা অনেকেই হয়তো ইতোমধ্যে নতুন এডিশন windows 10 সম্পর্কে জেনেছেন । কেও হয়তো ব্যবহার করাও শুরু করে দিয়েছেন.......

আজকে আমি আপনাদের একটি বিশেষ জিনিস সম্পর্কে ধারনা দিব। অাপনারা অনেকেই হয়তো Windows 8, 8.1 এবং windows 10 ব্যবহার করার সময় এন্টিভারাস সফটওয়ার নিয়ে সমস্যায় পরেন। দেখা গেছে আপনি নতুন  Windows ‍দিয়েছেন কিন্তু এন্টিভাইরাস সফটওয়ার সেটআপ দেওয়ার পর হটাৎ পিসি স্লো হয়ে গেছে। আসলে আমি সব ধরনের ভালো ভালো ব্রান্ড এর এন্টিভাইরাস সফটওয়ার গুলো ব্যবহার করেছি এগুলো সিসটেম চালু করার চেয়ে স্লো বেশি করে। তাই আমি আপনাদের সাজেসন দিচ্চি আপনারা যখন Windows 8, 8.1 বা windows 10 ব্যবহার করবেন তখন অন্য কোন এন্টিভাইরাস সফটওয়ার ইনস্টল দিবেন না।

কম্পিউটারের Start মেনুতে ‍গিয়ে Windows Defender সার্চ ‍দিন দেখবেন একটি এন্টিভাইরাস সফটওয়ার ওপেন হবে। এই সফটওয়ারটির সেটিংস এ গিয়ে Update করে নিন। বেস এইবার কাজ শেষ। এখন আপনার পিসির স্পিড কমবে না। যেমনটা ছিল বরং তারচেয়ে দ্রুত হবে।

ধন্যবাদ

How to take video screenshoot from computer

কেমন আছেন সবাই ? আশা করছি ভালোই আছো......
আজকে তোমাদের এমন একটি সফটওয়ার এর সন্ধান দিবো যেটা হয়তো তোমরা এতদিন খুজতেসিলা।
সত্যি বলতে কি জানো অামিও অনেক খুজাখুজির পর এই জিনিসটার সন্ধন পেয়েছি। তাই তোমাদের কাছে সেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে।


এইখান থেকে সফটওয়া্রটি             Download           করে নাও।

ডাওনলোড করারপর ইনস্টল করুন। তারপর ফুল HD ভিডিও বানান।
ধন্যবাদ
Like us On facebook : https://www.facebook.com/tecnicaltunes