Saturday, September 12, 2015

How to registration Banglalink sim online

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।
কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যাই।
আমরা যখন আমাদের সিমগুলো ক্রয় করেছিলাম তখন অনেকেই হয়তো নিজের আইডি ব্যবহার করে সিম ক্রয় করিনি।
কিন্তু সিমগুলো কোনো না কোনো নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে।
তাই এখন বাংলালিংক দিচ্ছে সেই সুযোগ যার মাধ্যমে সিমটি নিজের নাম ও আইডি ব্যবহার করে তথ্য হালনাগাদ করার।
তথ্য হালনাগাদ করার জন্য যা করতে হবে-
১.  এই লিংকে গিয়ে নিজের মোবাইল নম্বর ও কেপচা প্রবেশ করান।

২.  তারপর আপনার সিমে একটি i token  নম্বর যাবে। সেটি প্রবেশ করান।

৩. তারপর আপনার সকল তথ্য দ্বারা ফরমটি পূরণ করুন।

৪. তারপর আপনার তথ্য হালনাগাদের রিকোয়েস্ট যাবে বাংলালিংক এর অফিসে। তারা তথ্য গুলো যাচাই করে আপনার তথ্য হালনাগাদ করে দিবে।
৫. ফরম পূরণের সময় আপনার ছবি (100 কেবির কম) ও আইডি কার্ডের ছবি (100 কেবির কম) প্রয়োজন হবে। তাই হালনাগাদের পূর্বে এগুলো কম্পিউটারে সংরক্ষণ করুণ।
৬.  NID  না থাকলে HSC or SSC রেজিস্ট্রেশন কার্ড দিয়েও হবে।